২। প্রতিষ্ঠানের নাম ও ইনডেক্স নম্বরঃ
কানাইনগর ছোবহানিয়া উচ্চ বিদ্যালয়, ইনডেক্স নম্বরঃ ৩০০৪০৬১৩০১
৩। প্রতিষ্ঠার ইতিহাস ও প্রতিষ্ঠাতার নামঃ
ধলেশ্বরী ও বুড়িগঙ্গা পরিবেষ্টিত ধলেশ্বরীর পশ্চিম তীরের চরাঞ্চল যার নাম বক্তাবলী পরগনা। ফতুল্লা থানাধীন বক্তাবলী ইউনিয়ন এবং নারায়নগঞ্জ সদর থানাধীন আলীরটেক ইউনিয়ন নিয়ে গঠিত এই বক্তাবলী পরগনা। এই বালুকাময় চরাঞ্চল দীর্ঘদিন যাবত ছিল শিক্ষার আলো হতে বঞ্চিত। কারন তরঙ্গ বিক্ষুদ্ধ বুড়িগঙ্গা ধলেশ্বরী নদী পাড়ি দিয়ে নারায়নগঞ্জের কোন এক শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করা এলাকার দরিদ্র কৃষক সন্তানদের যেমন ছিল কষ্টসাধ্য তেমন ছিল ব্যয় সাপেক্ষ ও ঝুকিপূর্ন। তাই অত্র এলাকা দীর্ঘদিন যাবত
ছিল শিক্ষার আলো হতে বঞ্চিত । এমন নাজুক পরিস্থিতিতে ও কতিপয় অতত্যুাৎসাহী যুবক ধলেশ্বরীর ভয়াল তরঙ্গ উপেক্ষা করে শিক্ষা গ্রহন করেছেন। তবে সংখ্যায় নিতান্তই নগন্য। এহেন পরিস্থিতিতে মাধ্যমিক স্তরের শিক্ষার লক্ষ্যে জনাব হাফিজুদ্দীন আহম্মদ ও স্থানীয় কতিপয় বিদ্যুৎসাহী ব্যাক্তিবর্গের প্রচেষ্টায় লক্ষীনগর জুনিয়র হাই স্কুল প্রতিষ্টিত হয়েছিল যা আর্থিক দৈন্যতার কারনে অচিরেই অবলুপ্তির সম্মুখীন হয়। এসময় এলাকার শিক্ষিত সমাজ যাদের মধ্যে সর্বজনাব মোস্তাফিজুর রহমান, আবদুল খালেক, কাজী আঃ লতিফ, মৌঃ আঃ হামিদ, আবদুস সামাদ, এ,কে, ছিদ্দিকুর রহমান ও মোছলেহ উদ্দিন মরিয়া হয়ে উঠেছিলেন একটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের জন্য এবং খোঁজ করতে ছিলেন এমন একজন অর্থশালী শিক্ষানুরাগী ব্যক্তিত্ব যিনি এলাকার শিক্ষা বিস্তারে অকাতরে অর্থ দিয়ে সাহায্য করতে পারেন। কথিত আছে ‘‘উদ্দেশ্য যাদের মহৎ আল্লাহ তাদের সহায়’’। সত্যই তারা খোজ পেলেন এমন একজন ব্যাক্তিত্ব যিনি এলাকার ডাকে সাড়া দিয়ে এগিয়ে আসলেন তার সমস্ত সম্পদ ও শক্তি নিয়ে এবং বজ্র কন্ঠে ঘোষনা দিলেন যে, একটি মাধ্যমিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় সব কিছুই ব্যয় করতে তিনি বদ্ধপরিকর। এই মহৎ প্রান ব্যক্তিই হলেন দানবীর মেছবাহুল বারী। জনাব মেছবাহুল বারীর আশ্বাস বানীকে মূলধন করে ২৭/১১/১৯৫৯ইং একটি মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের লক্ষ্যে একটি সাধারন সভা আহবান করা হয়। বিপুল উদ্দীপনা নিয়ে এলাকার জনগন সভায় উপস্থিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বক্তাবলী ইউনিয়নের তৎকালীন প্রেসিডেন্ট জনাব কাজী আবদুল লতিফ সাহেব। উক্ত সভায় প্রফেসর গোলাম আযম সাহেব পবিত্র কোরআন এর আলোকে শিক্ষা সম্বন্ধে জনগনকে অবহিত করেন এবং সভায় সিদ্ধান্ত গ্রহন করা হয় যে, এলাকার কেন্দ্রস্থলে কানাইনগর গ্রাম অবস্থিত বলে দানবীর মেছবাহুল বারী সাহেবের মরহুম পিতা আবদুস ছোবহান সাহেবের নামানুসারে কানাইনগর ছোবহানিয়া উচ্চ বিদ্যালয় নামে একটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। এ উদ্দেশ্যে ১১ সদস্যের একটি শক্তিশালী ‘‘এড-হক কমিটি’’ গঠন করা হয় এবং ০১/০১/১৯৬০ইং হতে মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী বিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে প্রয়োজনীয় ঘর ও আসরবাবপত্র তৈয়ার করা হয়। বিদ্যালয়ের আনুসাঙ্গিক ব্যবস্থা সুসম্পন্ন হলে ২৭/১২/১৯৫৯ইং তারিখের সভায় সর্বজনাব মৌঃ সিরাজুল ইসলাম বি,এ ও মৌঃ মাহবুবুল হক সাহেবকে যথাক্রমে প্রধান শিক্ষক ও ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগপত্র প্রদান করা হয়।
১ জানুয়ারী ১৯৬০ইং তারিখ পূর্ব ঘোষনা অনুযায়ী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কানাইনগর ছোবহানিয়া উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করেন এবং এলাকার দীর্ঘদিনের পুঞ্জিভুত অজ্ঞানতার অন্ধকার দূরিভূত হওয়ার এক সুবর্ন সুযোগ এলাকার জনগনের সম্মুখে উম্মোচিত হয়।
বিদ্যালয় প্রতিষ্ঠাতার নামঃ দানবীর মেছবাহুল বারী
ছবি | নাম | মোবাইল নং | ই-মেইল |
---|
শ্রেণী ভিত্তিক ছাত্র ছাত্রীর সংখ্যাঃ
ক্রমিক নং |
শ্রেণী |
ছাত্র |
ছাত্রী |
মোট |
০১ |
৬ষ্ঠ |
২৩০ |
১৫২ |
৩৮২ |
০২ |
৭ম |
১১৮ |
৯০ |
২০৮ |
০৩ |
৮ম |
১৫৪ |
৯১ |
২৪৫ |
০৪ |
৯ম |
৮৯ |
৭৬ |
১৬৫ |
০৫ |
১০ম |
৬১ |
৪৫ |
১০৬ |
|
মোট |
৬৫২ |
৪৫৪ |
১১০৬ |
বর্তমান পরিচালনা কমিটির তথ্যঃ
ক্রমিক নং |
নাম ও পরিচয় |
পদবী |
ফোন নম্বর |
কমিটি গঠনের তারিখ |
কমিটির মেয়াদ উত্তীর্ণের তারিখ |
১ |
জনাব মোহাম্মদ আলী |
সভাপতি |
০১৭১১৫৩৩৫৯৯ |
২১/১১/২০১১ |
২০/১১/২০১৩ |
২ |
’’ আলহাজ্জ্ব মোঃ আবুল হোসেন |
দাতা সদস্য |
০১৭১৫৪৬১৬৪২ |
২১/১১/২০১১ |
২০/১১/২০১৩ |
৩ |
’মোঃ শওকত আলী, চেয়ারম্যান, বক্তাবলী ইউ.পি. |
কো-অপ্ট সদস্য |
০১৭১২৭৮৫০৪৮ |
২১/১১/২০১১ |
২০/১১/২০১৩ |
৪ |
’’ মোঃ জয়নাল আবেদীন |
অভিভাবক সদস্য |
০১৭১৫০৯৫৫২১ |
২১/১১/২০১১ |
২০/১১/২০১৩ |
৫ |
’’ মোঃ শরীফ মাহমুদ |
’’ |
০১৯১১৮২৫৮১৮ |
২১/১১/২০১১ |
২০/১১/২০১৩ |
৬ |
’’ মোঃ সেকান্দর আলী |
’’ |
০১৭১৬২০১১৭৭ |
২১/১১/২০১১ |
২০/১১/২০১৩ |
৭ |
’’ ওসমান গনী |
’’ |
০১৭১৬৯৭১১২০ |
২১/১১/২০১১ |
২০/১১/২০১৩ |
৮ |
’’ কুলসুম আক্তার |
’’ |
০১৭১২৯৭৩৪৮০ |
২১/১১/২০১১ |
২০/১১/২০১৩ |
৯ |
’’ মোঃ ফিরুজুর রহমান খান |
শিক্ষক প্রতিনিধি |
০১১৯০০৫৫৯৯৫ |
২১/১১/২০১১ |
২০/১১/২০১৩ |
১০ |
’’ মুঃ মোশারফ হোসেন |
’’ |
০১৯১৪৮৭৯৪৩৫ |
২১/১১/২০১১ |
২০/১১/২০১৩ |
১১ |
’’ রেখা সুলতানা |
’’ |
০১৭২০১১২৭৭৩ |
২১/১১/২০১১ |
২০/১১/২০১৩ |
১২ |
’’ মোঃ আমজাদ হোসেন |
সদস্য-সচিব |
০১৯১৫৩৩২৪৭৮ |
২১/১১/২০১১ |
২০/১১/২০১৩ |
বিগত ০৫ (পাঁচ) বৎসরের পাবলিক পরীক্ষার ফলাফল (জেএসসি/এসএসসি)
এসএসসি পরীক্ষা
পরীক্ষার্থীর সংখ্যা |
পাশের সংখ্যা |
পাশের হার |
|||||||
সন |
বিজ্ঞান |
মানবিক |
ব্যবসায় |
মোট পরীক্ষার্থী |
বিজ্ঞান |
মানবিক |
ব্যবসায় |
মোট পাশ |
|
২০০৭ |
১৮ |
৪০ |
৮৫ |
১৪৩ |
১৬ |
২৯ |
৬৬ |
১১১ |
৮১.৮১% |
২০০৮ |
১৫ |
৭২ |
৯৭ |
১৮৪ |
১৫ |
৫০ |
৯২ |
১৫৭ |
৮৫.৩২% |
২০০৯ |
১২ |
৬৭ |
৮৬ |
১৬৫ |
১১ |
৪৭ |
৭৯ |
১৩৭ |
৮৩.০৩% |
২০১০ |
১২ |
৫৮ |
১০০ |
১৭০ |
১২ |
৫৪ |
৯৭ |
১৬৩ |
৯৫.৮৮% |
২০১১ |
১৩ |
৫৮ |
৮৪ |
১৫৫ |
১৩ |
৫০ |
৮৪ |
১৪৭ |
৯৪.৮৩% |
জেএসসি পরীক্ষা
সন |
মোট পরীক্ষার্থীর সংখ্যা |
মোট পাশের সংখ্যা |
পাশের হার |
২০১০ |
১৬৮ |
১১৭ |
৬৯.৬৪% |
২০১১ |
১৯২ |
১৫৭ |
৮১.৭৭% |
বিগত ০৫ বৎসরের মেধা বৃত্তি সংক্রান্ত তথ্যঃ
বিগত ০৫ বৎসরে অত্র বিদ্যালয় হতে কোন মেধা বৃত্তি পায় নাই।
ভবিষ্যৎ পরিকল্পনাঃ
ক) বিদ্যালয়ে বর্তমানে তুলনামূলক ছাত্র-ছাত্রীর সংখ্যা কম কিন্তু পাবলিক পরীক্ষার ফলাফল সন্তোষ জনক। তবে বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীর সংখ্যা বৃদ্ধি করতঃ লেখাপড়ার মান উন্নয়ন করে শতভাগ পাশ করানোর
পরিকল্পনা রয়েছে।
খ) বিদ্যালয়ে আগামী ২০১৩ইং হতে একাদশ শ্রেণী খোলার পরিকল্পনা রয়েছে।
গ) বিদ্যালয়ে বর্তমানে কোন ছাত্রাবাস নাই। তবে অচিরেই ছাত্রাবাস করার পরিকল্পনা রয়েছে। যাতে সর্বক্ষন শিক্ষার্থীদের পড়াশুনার তদারকী করা যায়।
ঘ) বিদ্যালয়ে একটি কম্পিউটার ল্যাব ও ইংলিশ ল্যাব করার পরিকল্পনা রয়েছে।
ঙ) বিদ্যালয়টিকে নারায়নগঞ্জের মধ্যে মডেল স্কুল করার লক্ষ্যে যা যা করনীয় সবকিছু করার পরিকল্পনা রয়েছে।
চ) ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রয়োজনীয় সব কিছু করার পরিকল্পনা রয়েছে।
0
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস